ব্রেকিং নিউজ: পিইসি’র পর বাতিল হলো জেএসসি, জেডিসি পরীক্ষা | জানুন বিস্তারিত

করোনা পরিস্থিতিতে ক্ষতির মুখে দেশের বিভিন্ন খাত। বিশেষ করে শিক্ষাখাতে জড়িত সবাই কম বেশি ক্ষতির সম্মুখীন। এদের মধ্যে দেশের লাখ লাখ শিক্ষার্থী তাদের পড়ালেখার ব্যাপারে উদ্বিগ্ন। দেশজুড়ে মার্চের ১৭ তারিখ থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের চেয়েও উৎকন্ঠায় দিন যাপন করছে পিইসি, জেএসসি ও এইচএসসি পরিক্ষার্থীরা। কবে স্কুল/ কলেজ খুলবে এবং কবে তাদের পরীক্ষা হবে, এ ব্যাপারে অনিশ্চিত তারা।

অনেক পর্যালোচনার পর ২৫.০৮.২০২০ তারিখ মঙ্গলবার পিইসি পরিক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসাইন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গৃহীত সিদ্ধান্ত থেকে জানানো হয় পিইসি পরিক্ষা বাতিলের আনুষ্ঠানিক বক্তব্য।

পিইসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের পর আজ বৃহস্পতিবার ২৭.০৮.২০২০ তারিখে জানানো হয় ৮ম শ্রেণির জেএসসি ও জেডিসি পরিক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান- “২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে কিভাবে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে এবং কিভাবে বৃত্তি প্রদান করা হবে, এসব বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।”

পিইসি ও জেএসসি পরিক্ষা বাতিল ছাড়াও কওমি মাদ্রাসা ছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানোর ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়। তবে স্থগিত হওয়া এইচএসসি পরিক্ষার ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *